Home » » ফ্লপি ডিস্ক কি

ফ্লপি ডিস্ক কি

ফ্লপি ডিস্ক কি 

(Floppy Disk)

কম্পিউটারের ফ্লপি ডিস্ক দেখতে ছোট। এর দৈর্ঘ্য-প্রস্থ সাড়ে ৩ ইঞ্চি। এক সময়ে সোয়া ৫ ইঞ্চির ফ্লপিও ছিল। তবে এখন তার প্রচলন নেই। দামে সস্তা, সহজে এদিক ওদিক নেওয়া যায়। তাই ফ্লপি ডিস্ক যথেষ্ট জনপ্রিয়া লাভ করেছিল। এতে করে কম্পিউটারের ফাইল স্থানান্তর করার কাজটিও সহজ ছিল। শুরুতে ফ্লপিতে ৩৬০ বা ৭২০ কিলোবাইট ডাটা সংকুলান করা যেত। সর্বশেষ ১৪৪ মেগাবাইট পর্যন্ত ডাটা ধারণ ফ্লপি পাওয়া যায়। ফ্লপি ডিস্কের বাইরে থাকে শক্ত প্লাস্টিকের তৈরি আবরণ। তার ভেতরে আছে মেটাল অক্সাইডের তৈরি ফিল্ম বা ডিস্ক। একে বলে কুকি। ফ্লপিতে ডাটা ও প্রোগ্রামকে চৌম্বক সত্তা হিসেবে জমা রাখা হয়। অর্থাৎ চৌম্বকীয় আবেশের উপস্থিতি বা অনুপস্থিতি দিয়েই ডাটা জমা করা হয়।


ফ্লপি ডিস্ক ড্রাইভটিতে একটি ড্রাইভ গেট বা ড্রাইভ ডোর থাকত। এখানে চাপ দিয়ে ফ্লপিটি ঢোকানো যেত। কাজের সময় বা ডাটা বিনিময়ের সময় একটি এলইডি বাতি জ্বলতে থাকতো। ফ্লপিটি ঢোকানোর পর ভেতরে ড্রাইভে স্প্রিং ও লিভারের কার্যক্রমের ফলে শাটারটি খুলে যেতো। ড্রাইভ হেড তখন কুকির সংস্পর্শে আসতো। ডাটা তখন পড়া যেতো কিংবা লেখা যেতো। সাধারণত এরকম একটি ড্রাইভে দুটি রিড বা রাইট হেড থাকতো। ফ্লপিতে বাম দিকে একটি ছিদ্র থাকতো। এই ছিদ্রটি বন্ধ করা যেতো, খোলাও রাখা যেতো। খোলা অবস্থায় এটি রাইট প্রটেক্টেড অবস্থায় থাকতো। তখন ডাটা লেখা যেতো না, তবে পড়া যেতো সহজে।


বর্তমানে ফ্লপি ডিস্কের আর কোন অস্তিত্ব নেই। এটি আর এখনকার পিসিতে ব্যবহৃত হয় না।

0 comments:

Post a Comment

Comment below if you have any questions

Contact form

Name

Email *

Message *