Home » » মজলিসে শুরা অর্থ কি

মজলিসে শুরা অর্থ কি

মজলিসে শুরা অর্থ কি

মজলিস-আল-শূরা : মজলিশ-আল-শূরা এর অর্থ হলো মন্ত্রণা-পরিষদ, যা ছিল খুলাফায়ে রাশিদীনের শাসনের অন্যতম বৈশিষ্ট্য। একে উপদেষ্টা পরিষদও বলা হতো। আনসার ও মুহাজিরদের পক্ষ হতে বয়োজ্যেষ্ঠ, জ্ঞানী-ও বিচক্ষণ ব্যক্তিদের দ্বারা শূরা গঠিত হত। মসজিদে নববীতে এটির অধিবেশন পরিচালনা বসতো। খলিফাগণ এই মন্ত্রণা পরিষদের পরামর্শ অনুসারে শাসনকার্য পরিচালনা করতেন। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেমন- প্রাদেশিক শাসনকর্তা নিয়োগ, কাজী, সেনাপ্রধান নিয়োগ, রাজস্ব নির্ধারণ, যুদ্ধের সিদ্ধান্ত ও শাসনকার্যের নানাবিধ কর্মকাণ্ড মজলিসের পরামর্শ অনুসারে সম্পন্ন করা হতো। 

খলীফা উমর (রা.) এর শাসনামলে এটি প্রধান ২ টি অংশে বিভক্ত ছিল। যথা:

ক) মজলিস-ই-আম বা সাধারণ সভা। 

খ) মজলিস-ই-খাস বা বিশেষ সভা।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *