Home » » খুলাফায়ে রাশেদিন এর শাসননীতি

খুলাফায়ে রাশেদিন এর শাসননীতি

খুলাফায়ে রাশেদিন এর শাসননীতি

শাসননীতি : খুলাফায়ে রাশিদীনের শাসনকাঠামো খলীফা হযরত উমর (রা.) প্রতিষ্ঠা করেন। পরবর্তী খলিফাগণ তাঁর অনুসৃত নীতিসমূহ অনুসরণ করে শাসনকার্য পরিচালনা করেন। তিনি শাসনক্ষেত্রে ৩ টি প্রধান নীতি অনুসরণ করেছিলেন যা ছিল তাঁর সমগ্র শাসনকাঠামোর বৈশিষ্ট্য। যথা-

  • তিনি আরব জাতিকে একটি বিশুদ্ধ ও স্বতন্ত্র জাতি হিসেবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য তিনি বৈদেশিক উপাদানগুলো আরবদেশ হতে দূরীভূত করে আরব ভূমিকে কেবলমাত্র আরববাসীদের জন্য সংরক্ষিত রাখেন। 
  • আরববাসীদেরকে আরবের বাইরে ভূমি ক্রয় করতে নিষেধাজ্ঞা জারি করেন। 
  • সাধারণতন্ত্রের অতিবিস্তার তিনি পরিহারের চেষ্টা করেন। যতদিন তাঁর এই নীতি প্রচলিত ছিল, ততোদিন পর্যন্ত মুসলিম শাসনকাঠামো অটুট ছিল। কিন্তু সময়ের সাথে সাথে পরবর্তী খলিফাগণ এই নীতি হতে দূরে সরে পড়েন।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *