খলিফা বলতে কি বুঝায়
খলিফা : খুলাফায়ে রাশিদীনের শাসনব্যবস্থায় খলিফাই ছিলেন সর্বময় ক্ষমতার অধিকারী। তিনি ছিলেন রাসূল (সা.) এর প্রতিনিধি। রাসূল (সা.) এর ন্যায় তিনিও ছিলেন প্রধান ধর্মীয় নেতা, ইমাম, সেনাবাহিনীর প্রধান, আইনদাতা ও রাষ্ট্রের সর্বৰ্ময়কর্তা। তাঁর উপাধি ছিল ‘আমিরুল মুমিনীন বা মুমিনদের নেতা। কিন্তু তিনি স্বেচ্ছাচারী ছিলেন না। কুরআন ও হাদীস অনুসারে খলিফাকে শাসন করতে হতো। তিনি তার কাজের জন্য জনগণের নিকট দায়ী থাকতেন, জনগণের নিকট জবাবদিহি করতেন। আল খুযারীর ভাষায়-The khilafat was a temporal headship based on religion.
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions