Home » » জিজিয়া কর কি

জিজিয়া কর কি

জিজিয়া কর কি

জিযিয়া বা নিরাপত্তা কর: মুসলিম রাষ্ট্রে বসবাসকারী অমুসলিমগণ রাষ্ট্রের তরফ হতে নিরাপত্তার জন্য জিযিয়া কর প্রদান করতো। 

অমুসলিমদেরকে কোনপ্রকার যুদ্ধ বা প্রতিরক্ষায় বা সামরিক ক্ষেত্রে অংশগ্রহণ করতে হতো না। তাই এই কর্তব্য হতে অব্যাহতি ও নিরাপত্তা পাবার জন্য তাদের উপর জিযিয়া ধার্য করা হয়। যেন তাদের এই কর দিয়ে যুদ্ধের খরচ নির্বাহ করতে কিছুটা সহায়তা হয়। নারী, শিশু, বৃদ্ধ, উন্মাদ, ধর্মপরয়াণগণ এই কর হতে মুক্ত ছিলেন। উচ্চবিত্তের জন্য বাৎসরিক ৪ দিনার মধ্যবিত্তের জন্য ২ দিনার ও নিম্নবিত্তদের জন্য ১ দিনার ধার্য করা হয়েছিল। 

তবে পরবর্তীতে এই জিজিয়া কর রহিত বা বাতিল করা হয়।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *