Home » » ভিন্টন সার্ফ

ভিন্টন সার্ফ

ভিন্টন-সার্ফ

ভিন্টন সার্ফ

(Vint Cerf)

ভিন্টন সার্ফ (জন্ম ২৩ শে জুন, ১৯৪৩) একজন আমেরিকান কম্পিউটার বিজ্ঞানী ও ইন্টারনেট প্রর্বতক। যিনি 'ইন্টারনেটের অন্যতম জনক' হিসাবে স্বীকৃত, আমেরিকান প্রকৌশলী বব কাহনের সাথে এই উপাধি তিনি শেয়ার করে নিয়েছেন। 

তাঁর ইন্টারনেট ভিত্তিক অবদানগুলি স্বীকৃত এবং বার বার প্রশংসিত হয়েছে। তিনি ইন্টারনেটের সাথে প্রথম বাণিজ্যিক ইমেল সিস্টেম (এমসিআই মেইল) যুক্ত করেছিলেন ও এর উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করেছিলেন। মূলত টিসিপি/আইপি ইন্টারনেট সোসাইটি’র জন্য তিনি বহুল পরিচিত।

Contact form

Name

Email *

Message *