Home » » excel keyboard shortcuts

excel keyboard shortcuts

Excel Keyboard Shortcut

excel keyboard shortcuts

এক্সেল কিবোর্ড শর্টকাট


Ctrl + N : একটি নতুন ওয়ার্কবুক তৈরি করে।
Ctrl + O : ফাইল ওপেন করে।
Ctrl + S : ফাইল সেভ করে।
Ctrl + W : ফাইল বন্ধ করে।
Ctrl + Z: একটি কাজ পূর্বাবস্থায় ফেরায়।
Ctrl + Y: একটি কাজ আবার করে।
Ctrl + F2: প্রিন্ট প্রিভিউ করে।
F7: বানান পরীক্ষা করে।
Ctrl + X : সিলেক্টকৃত লেখা কাট করে।
Ctrl + C : সিলেক্টকৃত লেখা কপি করে।
Ctrl + V: সিলেক্টকৃত লেখা পেস্ট করে।
Ctrl + B: লেখা বোল্ড বা মোটা করে।
Ctrl + I: লেখা বাকা করে।
Ctrl + U: লেখার নিচে দাগ দেয়া যায়।

Contact form

নাম

ইমেল*

বার্তা*