রিসাইকেল বিন খালি করার জন্য নিম্নোক্ত পদ্ধতিগুলো অনুসরণ করুন:
১। ডেস্কটপে থাকাবস্থায় রিসাইকেল বিন আইকনের উপর মাউসের ডান বাটন ক্লিক করুন।
১। ক্লিক করার ফলে একটি মেনু বা লিস্ট দেখাবে, মেনু থেকে Empty Recycle Bin ক্লিক করতে হবে।
৩। এবার ডায়ালগ বক্স আসবে সবগুলো ফাইল পারমানেন্টলি মুছে ফেলতে চাইলে Yes ক্লিক করুন।