Home » » পাওয়ারপয়েন্টে ভিন্ন ভিন্ন স্লাইড ডিজাইন করবেন কিভাবে?

পাওয়ারপয়েন্টে ভিন্ন ভিন্ন স্লাইড ডিজাইন করবেন কিভাবে?

পাওয়ারপয়েন্ট

পাওয়ারপয়েন্টে ভিন্ন ভিন্ন স্লাইড ডিজাইন করবেন কিভাবে?


১। যে পাওয়ারপয়েন্ট ফাইলের স্লাইড গুলোকে ভিন্ন ভিন্ন করতে চান সেটি ওপেন থাকা অবস্থায় Design মেনু ক্লিক করুন।

২। এবার যে স্লাইডটি ভিন্ন করতে চান সেটি সিলেক্ট করুন অর্থাৎ ক্লিক করুন।

৩। এখন ডিজাইন মেনু থেকে যে থিম/ডিজাইনটি পছন্দ হয় তার উপর মাউসের ডান বাটন ক্লিক করুন।

৪। আরেকটি ছোট মেনু / লিস্ট দেখাবে, এখান থেকে Apply to selected slide এ মাউস ক্লিক করুন।

৫। এভাবে অন্যান্য স্লাইড উপরের পদ্ধতি অনুসরণ করে একটি একটি করে ভিন্ন ভিন্ন করতে হবে।

Contact form

নাম

ইমেল *

বার্তা *