Home » » how to type bangla

how to type bangla

Bangla Type

বাংলা টাইপিং শেখার সহজ উপায়

 বাংলা টাইপ শিখুন বিজয় কিবোর্ড দিয়ে

বিজয় বায়ান্নো সফটওয়্যারের মাধ্যমে 

বাংলা টাইপ করার নিয়ম

#১: Font (অক্ষর) পরিবর্তন করা। অর্থাৎ ফন্ট অপশন থেকে SutonnyMJ (সুতন্বীএমজে) ফন্ট সিলেক্ট করতে হবে। আবার ইংরেজী লেখার সময় Calibri ফন্ট সিলেক্ট করতে হয়।

#২: Ctrl+Alt+B চাপ দিয়ে কিবোর্ড লে-আউট পরিবর্তন করতে হবে। অর্থাৎ Ctrl+Alt চেপে ধরে B চাপলে কিবোর্ড বাংলা লেখার জন্য পরিবর্তন হবে। আবার Ctrl+Alt চেপে ধরে B চাপলে কিবোর্ড ইংরেজী লেখার জন্য পরিবর্তন হয়। 
 
আর ইউনিকোড বাংলা টাইপ করার জন্য Ctrl+Alt+V চাপতে হবে। পূণরায় ইংরেজি টাইপ করার জন্য Ctrl+Alt+V চাপতে হবে।

#৩: কিবোর্ডের প্রতিটি বাটনের উপরের অক্ষর টাইপ করার জন্য Shift চেপে ধরে প্রয়োজনীয় অক্ষর টাইপ করতে হবে।

#৪: যুক্তবর্ণ টাইপ করার মাঝে ্ (হস চিহ্ন) অর্থাৎ G বাটনটি চাপতে হবে।
যেমন: ক্ ষ =ক্ষ
হ্ ম =হ্ম
জ্ ঞ =জ্ঞ
ষ্ ণ =ষ্ণ
ন্ ত ্র =ন্ত্র
ক্ স =ক্স
স্ থ =স্থ
ঙ্ গ = ঙ্গ
ঞ্ চ = ঞ্চ
দ্ ধ = দ্ধ
স্ ত = স্ত
হ্ ন = হ্ন
ক্ ত = ক্ত
স্ ত ্র = স্ত্র
স্ ব = স্ব
ত্ ত = ত্ত
ক্ ষ্ ম = ক্ষ্ম
ত্ ত্ ব = ত্ত্ব

#৫: কার বিশিষ্ট অক্ষর (আ, ই, ঈ, উ, ঊ, ঋ, এ, ঐ, ঔ) টাইপ করতে হলে আগে ্ অর্থাৎ G বাটন চাপতে হবে, তারপর প্রয়োজনীয় অক্ষরের কার চাপতে হবে।
যেমন-
 ্ া =আ
্ ি = ই
্ ী = ঈ
্ ু = উ
্ ‍ূ = ঊ
্ ‍ৃ = ঋ
্ ে =এ
্ ৈ =ঐ
্ ৗ = ঔ 


#বি:দ্র: ্র (র-ফলা), ্য (য-ফলা) টাইপ করার সময় ্ অর্থাৎ G বাটনটি চাপতে হয় না। প্রথমে অক্ষটি টাইপ করতে হয় পরে সরাসরি র-ফলা অথবা য-ফলা টাইপ করতে হবে।
যেমন- 
ক ্র = ক্র
প ্র = প্র
ত ্র = ত্র
ভ ্র =ভ্র
শ ্র = শ্র


নিচের বর্ণ গুলোর ক্ষেত্রে ্ অর্থাৎ G বাটনটি চাপতে হয় না। অক্ষর টাইপ করে সরাসর ‍ু (উ-কার) বা ‍ূ (ঊ-কার) বা ৃ (ঋ-কার) চাপলেই হবে। যেমন-
শ ‍ু = শু
গ ‍ু = গু
র ু =রু
র ‍ূ = রূ
হ ‍ৃ = হৃ
শ ্র ‍ু = শ্রু
দ ্র ‍ু = দ্রু


বি:দ্র: ইউনিকোড বাংলা টাইপ বা ইন্টারনেটে বাংলা টাইপ করার জন্য কিবোর্ড থেকে Ctrl+Alt+V চাপলেই বাংলা টাইপ করা যাবে। আবার ইংরেজি টাইপ করার জন্য পূণরায় কিবোর্ড থেকে Ctrl+Alt+V চাপলেই ইংরেজি টাইপ করা যাবে। ফন্ট পরিবর্তনের কোন প্রয়োজন নেই। তবে ওয়ার্ড, এক্সেল বা পাওয়ারপয়েন্টে বাংলা টাইপ করার সময় নিকোস ফন্ট সিলেক্ট করলে ভালো হয়।
 
DOWNLOAD ( যুক্তবর্ণের তালিকা)




আমাদের কোর্স সমূহ:

অফিস/বেসিক কম্পিউটার কোর্স

এম.এস. ওয়ার্ড
এম.এস. এক্সেল
এম.এস. পাওয়ার পয়েন্ট
বাংলা টাইপিং, ইংরেজি টাইপিং
ই-মেইল ও ইন্টারনেট

মেয়াদ: ২ মাস (সপ্তাহে ৪দিন)
রবি+সোম+মঙ্গল+বুধবার

কোর্স ফি: ৪,০০০/-

গ্রাফিক ডিজাইন কোর্স

এডোব ফটোশপ
এডোব ইলাস্ট্রেটর

মেয়াদ: ৩ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ৮,৫০০/-

ওয়েব ডিজাইন কোর্স

এইচটিএমএল ৫
সিএসএস ৩

মেয়াদ: ৩ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ৮,৫০০/-

ভিডিও এডিটিং কোর্স

এডোব প্রিমিয়ার প্রো

মেয়াদ: ৩ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ৯,৫০০/-

ডিজিটাল মার্কেটিং কোর্স

ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এসইও, গুগল এডস, ইমেইল মার্কেটিং

মেয়াদ: ৩ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ১২,৫০০/-

অ্যাডভান্সড এক্সেল

ভি-লুকআপ, এইচ-লুকআপ, অ্যাডভান্সড ফাংশনসহ অনেক কিছু...

মেয়াদ: ২ মাস (সপ্তাহে ২দিন)
শুক্র+শনিবার

কোর্স ফি: ৬,৫০০/-

ক্লাস টাইম

সকাল থেকে দুপুর

১ম ব্যাচ: সকাল ০৮:০০-০৯:৩০

২য় ব্যাচ: সকাল ০৯:৩০-১১:০০

৩য় ব্যাচ: সকাল ১১:০০-১২:৩০

৪র্থ ব্যাচ: দুপুর ১২:৩০-০২:০০

বিকাল থেকে রাত

৫ম ব্যাচ: বিকাল ০৪:০০-০৫:৩০

৬ষ্ঠ ব্যাচ: বিকাল ০৫:৩০-০৭:০০

৭ম ব্যাচ: সন্ধ্যা ০৭:০০-০৮:৩০

৮ম ব্যাচ: রাত ০৮:৩০-১০:০০

যোগাযোগ:

আলআমিন কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র

৭৯৬, পশ্চিম কাজীপাড়া বাসস্ট্যান্ড,

[মেট্রোরেলের ২৮৮ নং পিলারের পশ্চিম পাশে]

কাজীপাড়া, মিরপুর, ঢাকা-১২১৬

মোবাইল: 01785 474 006

ইমেইল: alamincomputer1216@gmail.com

ফেসবুক: www.facebook.com/ac01785474006

ব্লগ: alamincomputertc.blogspot.com

Contact form

Name

Email *

Message *