Home » » স্পেশাল কী এর ব্যবহার

স্পেশাল কী এর ব্যবহার

কিবোর্ড এর কাজ

কিবোর্ড এর স্পেশাল কী এর ব্যবহার


Esc - স্কেপ  বাটন চাপলে যেকোন কমান্ড বাতিল করা, মেনু ও ডায়ালগ বক্স লুকানো যায়।

Tab - ট্যাব বাটন চাপলে পাঁচ অক্ষর পরিমাণ জায়গা ফাঁকা করা যায় এবং এক সেল থেকে অন্য সেলে যাওয়া যায়।

Caps Lock - ক্যাপস লক বাটন চাপলে বড় হাতের অক্ষর টাইপ করা যায় এবং পূণরায় চাপলে ছোট হাতের অক্ষর টাইপ করা যায়।

Enter - এন্টার বাটপন চাপলে কার্সর নিচের লাইনে নেমে যায় ও কোন লাইনের শুরুতে কার্সর রেখে এন্টার বাটন চাপলে লাইনটি নিচে নামানো যায়।

Delete - ডিলিট বাটন চাপলে কার্সরের ডান দিকের অক্ষর মুছে যায় ও কোন লেখা সিলেক্ট করে ডিলিট বাটন চাপলে সিলেক্টকৃত লেখা মুছে যায়।

Home - হোম বাটন চাপলে কার্সর লাইনের শুরুতে চলে আসে।

End - ইন্ড বাটন চাপলে কার্সর লাইনের শেষে চলে যায়।

Page Up - পেজ আপ বাটন চাপলে পৃষ্ঠার উপরের দিকে যাওয়া যায়।

Page Down - পেজ ডাউন বাটন চাপলে পৃষ্ঠার নিচের দিকে যাওয়া যায়।

Contact form

নাম

ইমেল*

বার্তা*