এডোবি ইলাস্ট্রেটর কি
এডোবি ইলাস্ট্রেটর একটি গ্রাফিক্স ডিজাইন প্যাকেজ প্রোগ্রাম। এর মাধ্যমে বিভিন্ন ধরণের ডিজাইন করা যায়। মূলত ইলাষ্ট্রাটর হচ্ছে ভেক্টর ড্রয়িং প্রোগ্রাম বা জ্যামিতিক প্রিমিটিভ বা অবজেক্ট ওরিয়েন্টেড গ্রাফিক্স অর্থাৎ বিন্দু, রেখা, বক্ররেখা, বহুভুজ ইত্যাদির গাণিতিক সমীকরণ ব্যবহার করে কম্পিউটার গ্রাফিক্স এর ছবি উপস্থাপনের পদ্ধতি। ইহা মার্কিন যুক্তরাষ্ট্রের এডোব কর্পোরেশন কর্তৃক বাজারজাতকৃত গ্রাফিক্স ডিজাইন প্রোগ্রাম।
কার্যক্ষেত্রে এডোবি ইলাস্ট্রেটর এর ব্যবহার:
এডোবি ইলাস্ট্রেটর এর মাধ্যমে বিভিন্ন ধরণের লোগো, কার্ড, বিজ্ঞাপণ, চিত্র, কার্টুন, তথ্যচিত্র ইত্যাদি ডিজাইন করা যায়। ইলাষ্ট্রাটরের মাধ্যমে ডেস্কটপ পাবলিশিং অর্থাৎ এর মধ্যে লেখা এবং ছবি কে সমন্বয় সাধন করে ডিজাইন করা হয়। সহজ করে বলা যায় ডিটিপি অর্থাৎ ডিজাইন ফর টেক্সট এন্ড পিকচার। যেমন:
- পত্র পত্রিকা এবং যে কোন ধরণের বইয়ের প্রচ্ছদ (কভার) মনের ইচ্ছেমত বানানো যায়।
- বিজ্ঞাপণ, পোষ্টার, লিফলেট ইত্যাদি সুন্দর করে বানানো যায়।
- ভিজিটিং কার্ড, বিয়ের কার্ড ইত্যাদি সুন্দর করে তৈরি করা যায়।
- মাল্টিমিডিয়া, ওয়েবপেজ, অনলাইন গ্রাফিক্স ডিজাইন এর কাজে ব্যবহার করা যায়।
সর্বোপরি গ্রাফিক্স ডিজাইনের কাজ, প্রকাশনা শিল্পের বিভিন্ন কাজ এডোবি ইলাস্ট্রেটর দিয়ে খুব সহজে ও আকর্ষনীয়ভাবে ডিজাইন করা যায়।
Download (adobe illustrator cc 2021)