এডোবি ফটোশপ কি?
এডোব ফটোশপ হচ্ছে ফটো/ছবি এডিটিং করার সফটওয়্যার। নিজের মত করে পিকচার এডিট করে গ্রাফিক্স ডিজাইন করার জন্য ফটোশপ সফটওয়্যারটি খুবই প্রয়োজনীয়। মাল্টিমিডিয়া ও গ্রাফিক্স ডিজাইন সফটওয়্যার নির্মাতা হিসেবে এডোব বর্তমান বিশ্বে শীর্ষস্থান দখল করে রেখেছে।
ফটোশপ আসলে রাস্টার গ্রাফিক্স সফটওয়্যার। একই সাথে এটি একটি জনপ্রিয় ডার্করুম প্রোগ্রামও বটে। এর সাহায্যে বিভিন্ন ক্যামেরায় তোলা ফটো বা বিভিন্ন কম্পিউটার ইমেজকে এডিট, লেয়ারভিত্তিক এডিটিং, ইফেক্ট প্রদান, লাইটিং এ্যাডজাস্টসহ বিভিন্ন ফিল্টারের সাহায্যে এ সব ছবি বা ইমেজকে আরও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যায়। সফটওয়্যারটির একটি নতুন ও যুগান্তকারী ভার্সন হল এডোব ফটোশপ ক্রিয়েটিভ ক্লাউড বা এডোব ফটোশপ সিসি। এর দ্বারা বর্তমানে ছোটখাটো ভিডিও এডিটিং এবং প্রেজেন্টেশন তৈরি ও সেই সাথে সীমাবদ্ধ কিছু ত্রিমাত্রিক মডেলিংও করা যায়।
কার্যক্ষেত্রে এডোবি ফটোশপ এর ব্যবহার:
এডোব ফটোশপ এর বিভিন্ন শক্তিশালী ফিচার ব্যবহার করে ইমেজকে এডিটিং করে ও বিভিন্ন রং ব্যবহার করে আকর্ষনীয় সব ইফেক্ট দিয়ে কাঙ্খিতরূপে উপস্থাপন করা যায়। এটি প্রকাশনা, ওয়েবপেজ, মাল্টিমিডিয়া এবং অনলাইন গ্রাফিক্স তৈরির জন্য একটি অনন্য গ্রাফিক্স প্রোগ্রাম। মূলত ছবি এডিটিং সংক্রান্ত প্রায় সকল কাজই এডোব ফটোশপ এর মাধ্যমে করা যায়।