পাওয়ারপয়েন্টে স্লাইডের ব্যাকগ্রাউন্ড স্টাইল পরিবর্তন করবেন কিভাবে?
প্রথমে পাওয়ারপয়েন্ট সফটওয়্যারটি চালু করুন এবং প্রয়োজনীয় ফাইলটি ওপেন করুন। তারপর নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন:
১। যে স্লাইডের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে চান সেটি সিলেক্ট করুন অর্থাৎ ক্লিক করুন।
২। উপরের Design মেনু ক্লিক করুন। তারপর Background Styles ক্লিক করুন। এখানে বেশ কিছু ডিজাইন দেখাবে, পছন্দ হলে এগুলোতেও ক্লিক করতে পারেন, আর পছন্দ না হলে Format Background ক্লিক করুন।
৩। Format Background ক্লিক করলে একটি ডায়ালগ বক্স আসবে এখান থেকে যেকোন অপশন ক্লিক করলে ভিন্ন ভিন্ন ব্যাকগ্রাউন্ড অপশন দেখাবে, প্রয়োজনীয় অপশন সিলেক্ট করে Ok ক্লিক করুন।
তবে Picture or Texture fill অপশনটি বেশিরভাগ কম্পিউটার ব্যবহারকারীরা বেশ পছন্দ করে। এই অপশনটিতে ক্লিক করুন। এখন Texture অপশনে ক্লিক করে পছন্দমত ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে Close ক্লিক করুন। অথবা Insert from File অপশনে ক্লিক করে পিসি থেকে প্রয়োজনীয় ছবি বা ডিজাইন পছন্দ করুন। শেষে close ক্লিক করুন, আর Apply to all ক্লিক করলে সবগুলো স্লাইডের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে যাবে।