সি প্রোগ্রামিং
(C Programming)
যুক্তরাষ্ট্রের বেল (Bell) ল্যাবরেটরিজ-এর অন্যতম উদ্ভাবক ডেনিস রিচি ১৯৭০ সালে সি নামক উচ্চস্তরের ভাষাটি উদ্ভাবন করেন। ১৯৮৩ সালে সি এর পরিবর্তিত নাম হয় C++ । তখন এই ভাষাটিকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে রূপান্তর করা হয়। এই ভাষা দিয়ে অপারেটিং সিস্টেম তৈরি করা যায়।
সি’ একটি প্রোগ্রামিং ভাষা। সি নির্মান করেন ডেনিস রিচি, বেল বেল ল্যাবে ৭০ এর দশকে কাজ করার সময়। ভাষাটি তৈরির সময় প্রথম উদ্দেশ্য ছিলো ইউনিক্স অপারেটিং সিস্টেমের কোড লেখায় এর ব্যবহার করা। কিন্তু অচিরেই একটি বহুল ব্যবহৃত ভাষায় পরিণত হয়।
সি++ ও জাভাসহ পরবর্তীকালের অনেক প্রোগ্রামিং ভাষার ওপর সি’র গভীর প্রভাব রয়েছে। সি এর সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে এর বহনযোগ্যতা। সি দিয়ে রচিত প্রোগ্রাম যেকোন অপারেটিং সিস্টেমের কম্পিউটারে চালানো যায়।
৭০ এবং ৮০ দশকের দিকে সি এর জনপ্রিয়তা বাড়ার সাথে সাথে এর অনেকগুলো ভার্সন তৈরি হয়। ১৯৮৩ সালে আমেরিকান মাননিয়ন্ত্রক সংস্থা STA সি এর একটি আদর্শ ভার্সন তৈরির জন্য কমিটি গঠন করে। দীর্ঘ ৬ বছর পরে ১৯৮৯ সালে সেই আদর্শ সি ভাষাটি তৈরি হয়। যা আমেরিকান মাননিয়ন্ত্রক সংস্থা সি নামে পরিচিত। পরবর্তিতে আন্তর্জাতিক মাননিয়ন্ত্রক সংস্থা In ১৯৯০ সালে সি এর এই আদর্শ ভার্সনটি গ্রহণ করে, যা সি৯০ নামে পরিচিত। মূলত সি৮৯ এবং সি৯০ প্রায় একই ভাষা।
১৯৮০ সালে বিয়ার্নে স্ট্রোসট্রাপ যুক্তরাষ্ট্রের এটিএন্ডটি বেল ল্যাবরোটরিতে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে আরও ডেভেলপ করে এবং এর সাথে সিমলা৬৭ সমন্বয় করে সি++ নামে প্রোগ্রামিং ভাষা তৈরি করেন। মূলত সি++ হলো সি প্রোগ্রামিং এর উন্নততর ধাপ।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions