মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টে টেবিলের কাজ অত্যন্ত প্রয়োজনীয়। মাঝে মাঝে টেবিলের মধ্যে কলাম তৈরি করার প্রয়োজন পড়ে। টেবিলের মধ্যে উপর থেকে নিচ পর্যন্ত লম্বা ঘর গুলিকে কলাম বলা হয়। নিচের পদ্ধতিগুলো অনুসরণ করে জেনে নিন কিভাবে কলাম তৈরি করতে হয়:
মাইক্রোসফট ওয়ার্ডে টেবিলের মধ্যে কলাম তৈরি করবেন কিভাবে?
১। প্রথমে ফাইলটি ওপেন করুন।
২। এবার যে টেবিলের মধ্যে কলাম তৈরি করতে চান সে টেবিলের প্রয়োজনীয় স্থানে/কলামে কার্সর রেখে মাউসের ডান বাটন ক্লিক করুন।
৩। এখন একটি লিস্ট দেখাবে। লিস্টের মধ্যে Insert অপশনটিতে ক্লিক করুন।
৪। Insert এর ডানদিকে/বামদিকে আরেকটি লিস্ট দেখাবে তার মধ্য থেকে, যদি বামদিকে কলাম বাড়াতে চান তাহলে Insert Column to the Left ক্লিক করুন। আর যদি ডানদিকে কলাম বাড়াতে চান তাহলে Insert Column to the Right ক্লিক করুন।
এভাবে টেবিলের যেকোন সেল/ঘর এর লেখার শেষে মাউসের ডানবাটন ক্লিক করে Insert এর মাধ্যমে ৬৩টি টা পর্যন্ত কলাম তৈরি করতে পারবেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions