অ্যাডমিনিষ্ট্রেটর (Administrator) :
কম্পিউটারের প্রধান অ্যাকাউন্টের স্বত্ত্বাধিকারী হল অ্যাডমিনিষ্ট্রেটর। সাধারণত অ্যাডমিনিষ্ট্রেটর অ্যাকাউন্ট ব্যবহারকারীই কম্পিউটারের মূল ব্যবহারকারী হন। তিনি চাইলে কম্পিউটারে আরো কিছু ইউজার অ্যাকাউন্ট তৈরি করে দিতে পারেন। তবে কম্পিউটারের মূল নিয়ন্ত্রণ ক্ষমতা তার হাতেই থাকে। সাধারণত কম্পিউটারে কোনো প্রোগ্রাম ইন্সটল বা আনইন্সটল করতে গেলে কিংবা কোনো সফটওয়্যার ব্যবহারের ক্ষেত্রে অ্যাডমিনিষ্ট্রেটর মোডে ঢুকে কাজ করতে হয় নতুবা কাজগুলো সঠিকভাবে করা সম্ভব হয় না।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions