Home » » অ্যান্ড্রয়েড (Android) কি?

অ্যান্ড্রয়েড (Android) কি?

অ্যান্ড্রয়েড (Android)

অ্যান্ড্রয়েড (Android) :

অ্যান্ড্রয়েড একটি লিনাক্সভিত্তিক অপারেটিং সিস্টেম, যা প্রধানত মোবাইল ডিভাইসসমূহের যেমন স্মার্টফোন ও ট্যাবলেট কম্পিউটারের জন্যই তৈরি করা হয়েছে। 

ওপেনসোর্স ভিত্তিক এই অপারেটিং সিস্টেমটির সামগ্রিক দেখভালের দায়িত্বে আছে গুগল ইঙ্ক। ২০০৮ সালের ২০ সেপ্টেম্বর এর প্রাথমিক সংস্করনটি বের হয়। ২০০৩ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পালো আলতো-তে অ্যান্ডি রুবিন, রিচ মাইনার, নিক সিয়ার্স এবং ক্রিস হোয়াইট কর্তৃক এর গোড়াপত্তন হয়। 

২০০৫ সালের ১৭ই আগষ্ট গুগুল ইঙ্ক. অ্যান্ড্রয়েডকে কিনে নেয়। ২০১০ সালের শেষ দিক থেকে বর্তমান সময় পর্যন্ত বিশ্বের সর্ববৃহৎ স্মার্টফোন প্ল্যাটফর্ম হিসেবে অ্যান্ড্রয়েড জায়গা করে নিয়েছে। এর অফিসিয়াল সাইটটি হলো www.android.com

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*