Home » » শেয়ারড (Shared Hosting) হোস্টিং কি?

শেয়ারড (Shared Hosting) হোস্টিং কি?

shared hosting

শেয়ারড হোস্টিং সার্ভার :

শেয়ারড সার্ভারে হোস্টিংয়ের ক্ষেত্রে সার্ভারের জায়গা ও অন্যান্য রিসোর্স অন্যদের সাথে শেয়ার করা যায়। সার্ভারের হার্ডওয়্যার কনফিগারেশন একই থাকতে হয়। শেয়ারড সার্ভার হোস্টিং ডেডিকেটেড সার্ভারের চেয়ে অনেক দাম কম। শেয়ারড সার্ভারের ক্ষেত্রে রিসোর্স ভাগ করার কারণে সার্ভারের কার্যক্রম ধীর হয়ে যায় এবং ভিজিটের ক্ষেত্রে দেখা যায় একবার ক্লিক করে অনেকক্ষণ বসে থাকতে হয়। এখানে অনেক ক্লায়েন্ট এক সাথে থাকে বলে নিরাপত্তা কম। এছাড়া শেয়ারড হোস্টিংয়ের ডেটাবেজ, ইমেইল, ব্যান্ডউইড সব কিছুই সীমিত।

0 comments:

Post a Comment

Comment below if you have any questions

Contact form

Name

Email *

Message *