Home » » বীজগণিত বা অ্যালজেবরার উৎপত্তি ঘটে কোথায় কিভাবে?

বীজগণিত বা অ্যালজেবরার উৎপত্তি ঘটে কোথায় কিভাবে?

বীজগণিতের উৎপত্তি ঘটে যেভাবে :

 

আল-খোয়ারিজমি (Al-Khwarizmi) ছিলেন একজন বিখ্যাত আরবীয় গণিতবিদ। তার পুরো নাম আবু আবদুল্লাহ্ মুহাম্মদ ইবনে মুসা আল-খোয়ারিজমি (৭৮০-৮৫০)। তিনি ছিলেন একধারে গণিতজ্ঞ, ভূগোলবিদ এবং জ্যোতির্বিজ্ঞানী। 

ইসলামী সভ্যতায় তার সর্বশ্রেষ্ঠ অবদান হলো বীজগণিত। হিন্দু গণিতবিদগণ সর্বপ্রথম দশমিক সংখ্যা পদ্ধতি আবিষ্কার করেন। তাদের উদ্ভাবিত এই দশমিক  পদ্ধতি আল-খোয়ারিজমি প্রথম ইসলামী জগতে নিয়ে আসেন। 

৮ম শতকে এই হিন্দু-আরবীয় সংখ্যা পদ্ধতির উপর তিনি একটি বই রচনা করেন, যা পরবর্তীতে স্পেনে অনুদিত হয়। এই অনুদিত গ্রন্থ থেকেই ইউরোপীয়দের মধ্যে দশমিক সংখ্যা পদ্ধতির প্রচলন শুরু হয়, যা বর্তমানে পৃথিবীতে সর্বজন গৃহীত ও স্বীকৃত একটি পদ্ধতি। উল্লেখ্য, তার রচিত পুস্তক “কিতাব আল জাবর ওয়াল মুকাবলা” হতেই বীজগণিতের ইংরেজী নাম আলজেবরা (Algebra)-এর উৎপত্তি ঘটে। এছাড়া তার নাম আল-খোয়ারিজমি থেকে অ্যালগরিদম শব্দটির উৎপত্তি ঘটেছে।

0 comments:

Post a Comment

Comment below if you have any questions

Contact form

Name

Email *

Message *