কম্পিউটার ও আইটি বিষয়ক সাধারণ জ্ঞান
১। কম্পিউটার সিস্টেমে স্ক্যানার কোন ধরণের যন্ত্র?
উত্তর: ইনপুট
২। কম্পিউটারের মূল মেমরি তৈরি হয় কি দিয়ে?
উত্তর: সিলিকন
৩। ব্যাকআপ প্রোগ্রাম বলতে কি বুঝায়?
উত্তর: প্রয়োজনীয় ফাইল/প্রোগ্রাম কপি/সংরক্ষণ করে রাখা
৪। কোনটি ছাড়া ইন্টারনেট ব্রাউজ করা সম্ভব না?
উত্তর: ব্রাউজার
৫। কম্পিউটার মেমোরী থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে কি বলে?
উত্তর: রিড
৬। MICR এর পূর্ণ রূপ কি?
উত্তর: Magnetic Ink Character Reader
৭। সোস্যাল নেটওয়ার্কিং টুইটার কত সালে তৈরি হয়?
উত্তর: ২০০৬
৮। মোবাইল কম্পিউনিকেশন ৪জি এর ক্ষেত্রে ৩জি এর তুলনায় অতিরিক্ত বৈশিষ্ট্য কি?
৯। Oracle Corporation এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর: Lawrence J. Ellison
১০। প্রোগ্রাম থেকে কপি করা ডাটা কোথায় থাকে?
উত্তর: হার্ডডিস্কে
১১। পার্সোনাল কম্পিউটার যুক্ত করে কি তৈরি করা যায়?
উত্তর: নেটওয়ার্ক
১২। The term PC means- ?
উত্তর: Personal Computer
১৩। কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে কি বলা হয়?
উত্তর: ইন্টারনেট
১৪। ইন্টারনেট কবে চালু হয়?
উত্তর: ১৯৬৯ সালে
১৫। ডটমেট্রিক্স কি?
উত্তর: প্রিন্টার মেশিন
১৬। জাতীয় ই-তথ্যকোষ উদ্বোধন করা হয় কবে?
উত্তর: ২৭ ফেব্রুয়ারি ২০১১
১৭। ASCII এর পূর্ণ নাম কি?
উত্তর: American Standard Code for Information Interchange
১৮। LAN কার্ডের অপর নাম কি?
উত্তর: Network Interface Card
১৯। GIS এর অর্থ কি?
উত্তর: Geographic Information System
২০। কোনো ই-মেইলে CC এর অর্থ কি?
উত্তর: Carbon Copy
২১। কোনটি কম্পিউটারের গ্রহণ মুখ নয়?
উত্তর: মনিটর
২২। SIM এর পূর্ণ রূপ কি?
উত্তর: Subscriber Identification Module
২৩। মাইক্রোসফট ওয়ার্ডে Ctrl+Home কী চাপলে কার্সর কোথায় যায়?
উত্তর: ডকুমেন্টের শুরুতে
২৪। এক্সেল প্রোগ্রামে অংসখ্য ঘর বিশিষ্ট সম্পূর্ণ ছক বা পাতাকে কি বলে?
উত্তর: স্প্রেডশীট
২৫। পার্সোনাল কম্পিউটারের কারিগরি নাম কি?
উত্তর: মাইক্রো কম্পিউটার
২৫। মাইক্রোসফট ওয়ার্ডের সেভ করা ফাইলকে পূণরায় ভিন্ন নাম দিয়ে সেভ করাকে কি বলে?
উত্তর: সেভ এ্যাজ
২৬। কম্পিউটারের হার্ডডিস্ক কি ধরনের মেমরি?
উত্তর: সহায়ক মেমোরি
২৭। মাইক্রোসফট ওয়ার্ডে ডকুমেন্টে File, Insert, View শব্দবিশিষ্ট লাইনকে কি বলা হয়?
উত্তর: মেনুবার
২৮। কোন ফাংশন কী দ্বারা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে স্লাইড শো শুরু করা যায়?
উত্তর: F5
২৯। মাইক্রোসফট উইন্ডোজ অপারেটিং এর সর্বশেষ ভার্সন কোনটি?
উত্তর: উইন্ডোজ ১০
৩০। কম্পিউটারের সিপিইউ কোনটিকে বলা হয়?
উত্তর: প্রসেসর
৩১। কোনটি দিয়ে হিসাব নিকাশ করা হয়?
উত্তর: এমএস এক্সেল
৩২। কম্পিউটারের ইনপুট/আউটপুট দুধরনের কাজই করে কোন ডিভাইসটি?
উত্তর: টাচস্ক্রীন মনিটর
৩৩। WWW দিয়ে কি বুঝায়?
উত্তর: World Wide Web
৩৪। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা কে?
উত্তর: মার্ক জুকারবার্গ
৩৫। Bluetooth কোন প্রযুক্তি ব্যবহার করে?
উত্তর: রেডিও ফ্রিকোয়েন্সি
৩৬। http এর সংক্ষিপ্ত রূপ কি?
উত্তর: Hyper Text Transfer Protocol
৩৭। গুগল কি?
উত্তর: সার্চ ইঞ্জিন
৩৮। রঙিন টেলিভিশনের মৌলিক রংগুলো কি কি?
উত্তর: নীল, সবুজ, লাল
৩৯। বাইনারী সংখ্যা পদ্ধতিতে কয়টি অংক থাকে?
উত্তর: দুইটি
৪০। কোনটি অস্থায়ী মেমরির কাজ করে?
উত্তর: র্যাম
৪১। এক কিলোবাইট সমান কত?
উত্তর: ১০২৪ বাইট
৪২। কোন কাজের জন্য কম্পিউটার বেশি সুবিধাজনক?
উত্তর: পুণরাবৃত্তিমূলক কাজ
৪৩। ROM এর পূর্ণ অর্থ কি?
উত্তর: Read Only Memory
৪৪। কম্পিউটারের সকল প্রোগ্রাম ও ডাটা সংরক্ষণ করে কি?
উত্তর: মেমোরি
৪৫। একটি প্রিন্টারের আউটপুট এর মান পরিমাপ করা হয় কি দিয়ে?
উত্তর: Dot per inch
৪৬। INF কোন ধরনের ফাইল?
উত্তর: সিস্টেম ফাইল
৪৭। বাংলাদেশে প্রথম ইন্টারনেট ভিত্তিক নিউজ এজেন্সি কোনটি?
উত্তর: বিডি-জবস
৪৮। ATM এর পূর্ণ অর্থ কি?
উত্তর: Automated Teller Machine
৪৯। সাবমেরিন ক্যাবল প্রযুক্তিতে কোন ধরনের মাধ্যম ব্যবহৃত হয়?
উত্তর: অপটিক্যাল ফাইবার
৫০। VAST বলতে কি বুঝায়?
উত্তর: Very Small Apparatus Terminal
৫২। Apple প্রযুক্তির সাথে কোন ব্যক্তি ওতপ্রোতভাবে জড়িত ছিলেন?
উত্তর: স্টিভ জবস
৫৩। কম্পিউটার বিশ্বে কিংবদন্তি কে?
উত্তর: বিল গেটস
৫৪। Trojan Horse কি?
উত্তর: ভাইরাস
৫৫। মাইক্রোসফট এক্সেল কি ধরনের প্রোগ্রাম?
উত্তর: ডাটাবেজ
৫৬। সি ড্রাইভে কোন প্রোগ্রাম থাকে?
উত্তর: উইন্ডোজ
৫৭। মডেম কি ধরনের টুলস?
উত্তর: কনভারশন টুল
৫৮। ইন্টারনেট সেবা প্রদানকারী কোম্পানীকে কি বলা হয়?
উত্তর: Internet Service Provider
৫৯। কোন কার্ডের বিপরীতে ব্যাংক থেকে ঋণ পাওয়া যায়?
উত্তর: Credit Card
৬০। কোন সংখ্যাপদ্ধতির মাধ্যমে কম্পিউটারে ডাটা সংরক্ষণ করা হয়?
উত্তর: বাইনারী
১। প্রশ্ন: কম্পিউটার শব্দটি এসেছে কোন শব্দ হতে?
ক) ইংরেজি শব্দ হতে
খ) জার্মান শব্দ হতে
গ) গ্রিক শব্দ হতে
ঘ) ফারসি শব্দ হতে
উত্তর: গ্রিক শব্দ হতে
২। কোন শব্দ থেকে কম্পিউটার শব্দের উৎপত্তি?
ক) কম্পিউট
খ) ক্যালকুলি
গ) কম্পিউটিং
ঘ) ক্যালকুলেট
উত্তর: কম্পিউট
৩। কম্পিউট শব্দের অর্থ কি?
ক) গণনা করা
খ) গণনাকারী
গ) গণনাকারী যন্ত্র
ঘ) কোনোটিই না
উত্তর: গণনা করা
৪। কম্পিউটার কী ধরনের যন্ত্র?
ক) আলোক যন্ত্র
খ) ইলেকট্রনিক যন্ত্র
গ) শব্দ যন্ত্র
ঘ) গ্রাহক যন্ত্র
উত্তর: ইলেকট্রনিক যন্ত্র
৫। বর্তমান যুগকে বলা হয় -
ক) শিল্প যুগ
খ) তথ্য যুগ
গ) বাণিজ্য যুগ
ঘ) কূটনৈতিক যুগ
উত্তর: তথ্য যুগ
৬। বর্তমান সময়কে বলা হয়-
ক) শিল্প-বাণিজ্যের যুগ
খ) শিক্ষা যুগ
গ) তথ্য প্রযুক্তির যুগ
ঘ) বিনোদনে যুগ
উত্তর: তথ্য প্রযুক্তির যুগ
0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions