১। কম্পিউটারের কাজ করার গতি হিসাব করা হয় -
ক) মিলি সেকেন্ডে
খ) ন্যানো সেকেন্ডে
গ) মাইক্রো সেকেন্ডে
ঘ) পিকো সেকেন্ডে
উত্তর: ন্যানো সেকেন্ডে
২। ১ মাইক্রো সেকেন্ড ১ সেকেন্ডের কত ভাগের সমান ?
ক) ১ কোটি
খ) ১০ লক্ষ
গ) ১০০ কোটি
ঘ) ৫০ কোটি
উত্তর: ১০ লক্ষ
৩। ১ মিলি সেকেন্ড ১ সেকেন্ডের কত ভাগের একভাগ সময়?
ক) এক কোটি
খ) একশত কোটি
গ) এক লক্ষ
ঘ) এক হাজার
উত্তর: এক হাজার
৪। ১ মিলিসেকেন্ড সমান কত?
ক) এক সেকেন্ডের এক হাজার ভাগের এক ভাগ
খ) এক সেকেন্ডের দশ লক্ষ ভাগের এক ভাগ
গ) এক সেকেন্ডের একশত কোটি ভাগের এক ভাগ
ঘ) এক সেকেন্ডের এক লক্ষ কোটি ভাগের এক ভাগ
উত্তর: এক সেকেন্ডের এক হাজার ভাগের এক ভাগ
৫। ১ সেকেন্ডের ১০০ কোটি ভাগের ১ ভাগ সময় -
ক) ১ মিলি সেকেন্ড
খ) ১ মাইক্রো সেকেন্ড
গ) ১ ন্যানো সেকেন্ড
ঘ) ১ পিকো সেকেন্ড
উত্তর: ১ ন্যানো সেকেন্ড
৬। ১ ন্যানো সেকেন্ড = কত সেকেন্ড?
ক) এক হাজার ভাগের ১ ভাগ
খ) ১০ কোটি ভাগের ১ ভাগ
গ) ১০০ কোটি ভাগের ১ ভাগ
ঘ) ১০ লক্ষ ভাগের ১ ভাগ
উত্তর: ১০০ কোটি ভাগের ১ ভাগ
৭। ১ ন্যানো সেকেন্ড হলো এক সেকেন্ডের কত ভাগ?
ক) একশত কোটি ভাগের এক ভাগ সময়
খ) এক কোটি ভাগের এক ভাগ সময়
গ) এক লক্ষ ভাগের এক ভাগ সময়
ঘ) এক হাজার ভাগের এক ভাগ সময়
উত্তর: একশত কোটি ভাগের এক ভাগ সময়
৮। কম্পিউটারের কয়টি প্রধান বৈশিষ্ট্য আছে?
ক) ২টি
খ) ৩টি
গ) ৪টি
ঘ) ৫টি
উত্তর: ৩টি
৯। এক সেকেন্ডের এক লক্ষ কোটি ভাগের এক ভাগ সময়কে বলে -
ক) ১ মাইক্রো সেকেন্ড
খ) ১ পিকো সেকেন্ড
গ) ১ ন্যানো সেকেন্ড
ঘ) ১ মিলি সেকেন্ড
উত্তর: ১ পিকো সেকেন্ড
১০। কম্পিউটারে ভুল ফলাফল প্রদর্শন করলে বুঝতে হবে -
ক) কম্পিউটার নস্ট হয়ে গেছে
খ) সিপিইউতে গোলমাল হয়েছে
গ) ডাটা ইনপুট করায় ভুল হয়েছে
ঘ) কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হয়েছে
উত্তর: ডাটা ইনপুট করায় ভুল হয়েছে
0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions