ফাইলে চিহ্ন বা প্রতীক ব্যবহার করার জন্য নিচের পদ্ধতিগুলো অনুসরণ করুন:
১। মাইক্রোসফট ওয়ার্ড ফাইলের যেখানে চিহ্ন বা প্রতীক ব্যবহার করতে চান সেখানে কার্সর রাখুন।
২। তারপর মেনুবার থেকে Insert ক্লিক করুন।
৩। এবার Symbol অপশনে ক্লিক করুন।
৪। এখন প্রয়োজনীয় সিম্বল এ ক্লিক করুন অথবা More Symbol ক্লিক করুন।
৫। এবার Symbol নামে একটি ডায়ালগ বক্স আসবে এখানে বিভিন্ন নামের ফন্টের মধ্যে বিভিন্ন প্রকার সিম্বল বা চিহ্ন থাকে।
ফন্ট অপশনে Symbol নামে একটি ফন্ট আছে সেটি সিলেক্ট করুন অথবা ফন্টের মধ্যে Symbol টাইপ করে কিবোর্ড থেকে এন্টার বাটন চাপ দিন।
সিম্বল এর মধ্যে থেকে প্রয়োজনীয় চিহ্নে মাউস ক্লিক করুন। তারপর ডায়ালগ বক্সের নিচের দিকে Insert ক্লিক করুন। Close ক্লিক করুন। তাহলে পেজের মধ্যে চিহ্ন এসে যাবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions