মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে ওয়াটারমার্ক বা জলছাপ দিবেন যেভাবে:
১। প্রথমে প্রয়োজনীয় ফাইলটি ওপেন করুন তারপর মেনুবার থেকে Page Layout বা Design অপশন ক্লিক করুন।
২। এবার Watermark ক্লিক করুন।
৩। এখন Custom Watermark ক্লিক করুন।
৪। এবার একটি ডায়ালগ বক্স আসবে, তারমধ্যে Text Watermark ক্লিক করুন এবং Text এর ডানদিকে প্রয়োজনীয় লেখা টাইপ করে Ok ক্লিক করুন। আর বাংলায় ওয়াটারমার্ক দিতে হলে Font অপশন থেকে SutonnyMJ সিলেক্ট করতে হবে এবং Text এর ডানদিকে টাইপ করার পূর্বে কিবোর্ড থেকে Ctrl+Alt+B চেপে বাংলা বিজয় কিবোর্ড চালু করে নিতে হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions