এনিমেশন (Animation) :
কোন অবজেক্ট যখন সময়ের সাথে সাথে পরিবর্তন হয় তখন তাকে এনিমেশন বলা হয়। পর্দায় কোন প্রাণহীন বা নিস্তেজ বস্তুকে মুভ করানোর কৌশলই এনিমেশন।
এনিমেশন শব্দটির অর্থ জীবন্ত করা বা প্রাণসঞ্চার করা বা সঞ্জীবিত করা। চলচ্চিত্রের জগতে আঁকা ছবি যখন চলমান বা জীবন্তরূপে উপস্থাপন করা হয় তখন তাকে এনিমেটেড ছবি বলা হয়। এই ধরনের ছবির মধ্যে রয়েছে কার্টুন, বিজ্ঞাপনচিত্র, শিক্ষামূলক সচিত্র প্রতিবেদন ইত্যাদি। এতে একটি নির্দিষ্ট ফরমেটের চবি পরপর সাজানো হয়। প্রতিটি ছবি এক একটি ফ্রেম হিসেবে বিবেচিত হয়। একটি নির্দিষ্ট সময়ের মধ্যে এ ছবি সঞ্চালন করলে তা জীবন্ত বলে মনে হয়।
প্রফেশনাল এনিমেশন তৈরিতে প্রতি সেকেন্ডে অন্তত ত্রিশ থেকে পঞ্চাশটি ফ্রেম সঞ্চালন করতে হয়।
0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions