অ্যাপল ইঙ্ক. (Apple Inc.) :
এ্যাপল ইঙ্ক. একটি আমেরিকান বহুজাতিক প্রতিষ্ঠান যেটি কনজ্যুমার ইলেকট্রনিক্স, কম্পিউটার সফটওয়্যার এবং পার্সোনাল কম্পিউটার তৈরি ও বিক্রি করে থাকে।
কোম্পানিটির হার্ডওয়্যার ডিভাইসগুলোর মধ্যে ম্যাকিনটোশ লাইনের কম্পিউটারগুলো খুবই জনপ্রিয়। এরপর রয়েছে iPod, iPhone, iPad ইত্যাদি। এর সফটওয়্যারগুলোর মধ্যে রয়েছে Mac OS অপারেটিং সিস্টেম, iTunes মিডিয়া ব্রাউজার, iLife মাল্ডিমিডিয়া ও ক্রিয়েটিভিটি সফটওয়্যার স্যুট, iWork প্রোডাক্টিভিটি সফটওয়্যার স্যুট, Aperture পেশাদার ফটোগ্রাফি প্যাকেজ, Final Cut Studio পেশাদার অডিও এবং ইন্ডাস্ট্রি সফটওয়্যার প্রোডাক্ট, Logic Studio মিউজিক প্রোডাকশন টুল, Safari ওয়েব ব্রাউজার এবং জনপ্রিয় মোবাইল অপারেটিং সিস্টেম iOS ।
অ্যাপল হলো বিশ্বের তৃতীয় বৃহত্তম মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান।
0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions