অ্যাপ্লিকেশন প্যাকেজ (Application Package) :
বাণিজ্যিক ভিত্তিতে রচিত সর্বোপযোগী ব্যবহারিক প্রোগ্রাম হলো অ্যাপ্লিকেশন প্যাকেজ।
বিভিন্ন কার্যাবলির জন্য বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন প্যাকেজ থাকে। সাধারণত বড় সফটওয়্যার প্রতিষ্ঠানে শত শত বিশেষজ্ঞ প্রোগ্রামারগণ সুদীর্ঘ গবেষণার পর এসব অ্যাপ্লিকেশন প্যাকেজ তৈরি করেন। যেমন- এমএস ওয়ার্ড, এক্সেল, আউটলুক, বাইন্ডার, ফক্সপ্রো, এক্সেস, ফটোশপ, কোরেল ড্র, থ্রিডি স্টুডিও ম্যাক্স প্রভৃতি।
0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions