অভ্র (Avro) :
অভ্র একটি ওপেন সোর্স কীবোর্ড লেআউট - যা মাইক্রোসফট, লিনাক্স, উবুন্টু ও ম্যাক ওএস অপারেটিং সিস্টেমে বাংলা টাইপ করার জন্য ব্যবহার করা হয়। এটির সবচাইতে বড় সুবিধা হলো এখানে ফোনেটিক টাইপ করা যায়। অর্থাৎ এই কীবোর্ড লেআউটের সাহায্যে ইংরেজি উচ্চারণে বাংলা টাইপ করা যায়। যেমন ইংরেজি বানানে ami টাইপ করলে তা স্বয়ংক্রিয়ভাবে বাংলা আমি শব্দটি আউটপুট হিসেবে টাইপ হবে।
ফোনেটিক টাইপিং ছাড়াও অভ্র ব্যবহার সাধারণ বাংলা টাইপিং এমনকি বিজয় কীবোর্ড লেআউট ব্যবহার করেও করা যায়। সর্বপ্রথম ময়মনসিংহ মেডিক্যাল কলেজের ছাত্র ডাঃ মেহেদী হাসান খান এটি ডেভেলপ শুরু করেন ২০০৩ সালে। ২০০৩ সালের ২রা মার্চ এটির প্রম সংস্করণ রিলিজ করা হয়। বর্তমানে এই বিনামূল্যের ওপেন সোর্স কীবোর্ড লেআউটটির উন্নয়ণের দায়িত্বে রয়েছে ওমিক্রন ল্যাব।
অভ্র কিবোর্ড সফটওয়্যারটি নিচের লিংক থেকে ডাউনলোড করতে পারেন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions