Home » » বিট কি

বিট কি

বিট কি

ডেটার সবচেয়ে ক্ষুদ্রতম একক হলো বিট। কোনো ডেটাকে কম্পিউটারে প্রেরণের পর কম্পিউটার তা বিটে রূপান্তর করে। বিটের দুটি অবস্থা হলো ০ ও ১ যা বাইনারি অঙ্ক (digit) নামে পরিচিত।

Contraction of Binary Digit,  একটি বিট হচ্ছে বাইনারি নাম্বারিং সিস্টেমের বেসিক তথ্য ইউনিট, যেখানে বিট -এর গ্রুপ কে বাইট বলা হয়। বাইনারি সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত অঙ্ক ০ (শূণ্য) এবং ১ (এক) কে বিট বলে। ইংরেজি বাইনারি শব্দের Bi এবং Digit শব্দের t নিয়ে Bit শব্দটি গঠিত হয়েছে।

ডিজিটাল কম্পিউটারের মেশিন ভাষা হলো বিট (0 ও 1)। এক্ষেত্রে (0) বিট দিয়ে নিম্ন ভোল্টেজ (Low Voltage) এবং (1) বিট দিয়ে উচ্চ (High Voltage) নির্দেশ করা হয়।




0 comments:

Post a Comment

Comment below if you have any questions

Contact form

Name

Email *

Message *