সিসি বা কার্বন কপি (Carbon Copy) :
সিসি বা কার্বন কপি একটি ইমেইল টার্ম। সিসি বা কার্বন কপি সেই সব ব্যক্তিদের পাঠানো হয় যারা কোন ই-মেইলের সঙ্গে সরাসরি যুক্ত নয়, কিন্তু ইনফরমেশনের জন্য তাদের কাছে ইমেইলের একটি কপি পাঠানো হয়।
উদাহরণ:
যেমন- কেউ একজন তার অফিসের কোন সহকর্মীকে অফিসের প্রয়োজনে একটি ই-মেইল করল, সেক্ষেত্রে ই-মেইলের সিসি বা কার্বন কপির ঘরে ম্যানেজাররের ই-মেইল অ্যাড্রেস টাইপ করে তার কাছে ইনফরমেশনের জন্য ই-মেইলের একটি কপি পাঠাতে পারে।
0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions