Home » » সেল ফোন কি?

সেল ফোন কি?

সেল ফোন (Cell Phone) :

ওয়্যারলেস নেটওয়ার্কের মাধ্যমে নিকটবর্তী টাওয়ারের সাথে যুক্ত হয়ে টেলিফোনের সেবাদানকারী যন্ত্রই হলো সেল ফোন বা মোবাইল ফোন। 


ওজনে কম, আকারে ছোট তাই সহজে বহনযোগ্য মোবাইল ফোন যোগাযোগের অত্যন্ত জনপ্রিয় একটি মাধ্যম। মোবাইল ফোন টেলি-কমিউনিকেশনে এক যুগান্তকারী বিপ্লব ঘটিয়ে চলেছে। শুধু কথা বলার যন্ত্র হিসেবে নয়, বার্তা প্রেরণ, স্থির চিত্র ও চলচ্চিত্র প্রেরণ, ইন্টারনেট ব্রাউজিং সহ অনলাইন বিভিন্ন ধরনের সেবামূলক কাজ করা যায়। ভয়েস রেকর্ডিং, ডেটা সংরক্ষণ, ডেটা ট্রান্সফার, ভিডিও ও ছবি তোলাসহ বিভিন্ন কাজ আজকাল সেলফোনের মাধ্যমে করা সম্ভব হচ্ছে।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*