মাইক্রোসফট ওয়ার্ডে বিভিন্নভাবে কোন লেখার আকৃতিকে পরিবর্তন করা যায়, আর এটিই হলো ওয়ার্ড আর্ট।
ওয়ার্ড আর্ট করার জন্য নিচের পদ্ধতি গুলো অনুসরণ করুন:
১। প্রয়োজনীয় লেখা সিলেক্ট করুন।
২। মেনুবার থেকে Insert ক্লিক করুন।
৩। Word Art অপশনে ক্লিক করুন।
৪। পছন্দমত ওয়ার্ড আর্ট স্টাইল বা শেপ পছন্দ করুন। (Ok ক্লিক করুন।)
৫। ওয়ার্ড আর্ট এর চারপাশের পয়েন্টে মাউস চেপে ধরে টানলে সাইজ ছোট বা বড় করা যাবে।
৬। ওয়ার্ড আর্টটি পেজের মধ্যে বিভিন্ন স্থানে সরানোর জন্য Format অপশনের মধ্যে Position ক্লিক করুন তারপর পছন্দমত অপশনে ক্লিক করুন। তাহলে ওয়ার্ড আর্টটির মধ্যে মাউস চেপে ধরে যেকোন স্থানে সরাতে/মুভ করতে পারবেন।
৭। Format এর মধ্যে Text Fill থেকে কালার পরিবর্তন করা যাবে এবং Text Effect - Transform থেকে আকৃতি/শেপ পরিবর্তন করা যাবে।
0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions