সংখ্যা পদ্ধতি বিষয়ক সাধারণ জ্ঞান
১। সংখ্যা প্রকাশ করার পদ্ধতিকে কি বলে?
উত্তর: সংখ্যা পদ্ধতি
২। প্রাচীন কালের মানুষ সংখ্যার কাজ করত কিসের সাহায্যে?
উত্তর:হাতের আঙুলের সাহায্যে
৩। কোন বিজ্ঞানী ১০ ভিত্তিক সংখ্যা পদ্ধতির উপর বই রচনা করেন?
উত্তর: আল খোয়ারিজমি
৪। বাইনারি সংখ্যা পদ্ধতির প্রতীক দুটি কি কি?
উত্তর: 0 এবং ১
৫। কম্পিউটারে তথ্য প্রক্রিয়াকরণ কাজে কোন পদ্ধতি ব্যবহার হয়?
উত্তর: বাইনারী, অক্টাল, হেক্সা ডেসিমাল
৬। বাইনারি সংখ্যা পদ্ধতিতে অংক থাকে কয়টি?
উত্তর: ২টি
৭। কম্পিউটারের অভ্যন্তরেীণ কাজ সম্পাদনের জন্য কোন পদ্ধতি ব্যবহৃত হয়?
উত্তর:বাইনারি
৮। 0 এবং ১ এ অঙ্ক দুটির প্রত্যেকটিকে কি বলা হয়?
উত্তর: বিট
৯। বিয়োগের ক্ষেত্রে ঋণাত্মক সংখ্যাকে কম্পিউটার কি করে?
উত্তর: যোগ করে
১০। কম্পিউটারকে যো করার নির্দেশ দেওয়ার জন্য বাইনারি পদ্ধতিতে কি টাইপ করতে হয়?
উত্তর: ১০০০১০১
১১। অক্টাল সংখ্যা পদ্ধতিতে কয়টি অংক ব্যবহার করা হয়?
উত্তর: ৮টি
১২। কয়টি অঙ্ক দিয়ে হেক্সাডেসিমাল সংখ্যা গঠিত হয়?
উত্তর: ১৬টি
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions