প্রশ্ন: বাংলা টাইপিং করার সময় স্পেসবার চাপ দেয়ার পর বাংলা অক্ষর অটোমেটিকভাবে পরিবর্তন হয়ে যায়, সমাধান করব কিভাবে?
উত্তর: নিচের পদ্ধতিগুলো অনুসরণ করলে সমস্যা সমাধান হয়ে যাবে:
১। স্ক্রীনের উপরের অংশে টাইটেল বারের বামদিকে একটি এ্যারো চিহ্ন থাকে যার নাম Customize Quick Access Toolbar- এখানে মাউস ক্লিক করুন।
২। এবার একটি মেনু দেখাবে তার মধ্যে More Commands ক্লিক করুন।
৩। আরেকটি ডায়ালগবক্স আসবে তার মধ্যে Proofing অপশনে ক্লিক করুন।
৪। এখন যে উইন্ডো দেখাবে তারমধ্যে দুইজায়গাতে লেখা থাকবে Auto Correct Option, তবে ডানদিকে যে অটো কারেক্ট অপশন লেখা থাকে, সেখানে মাউস ক্লিক করুন, তাহলে আরেকটি ডায়ালগ বক্স আসবে।
৫। Auto Correct Option নামে যে ডায়ালগবক্স আসবে এর মধ্যে নিচের দিকে অনেকগুলো অপশনের বামে টিক চিহ্ন দেয়া যত গুলো বক্স থাকবে। সবগুলোর টিক চিহ্ন উঠিয়ে দিতে হবে (মাউস ক্লিক করলেই টিক চিহ্নগুলো উঠে যাবে)।
শেষে Ok ক্লিক করুন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions