কম্পিউটার জেনারেশন (Computer Generation) :
কম্পিউটার যন্ত্রের বিবর্তন, পরিবর্ধন এবং বিকাশের একেকটি ধাপ বা পর্যায়কে কম্পিউটারের প্রজন্ম বা কম্পিউটার জেনারেশন বলা হয়।
কম্পিউটারের জেনারেশন নিয়ে কিছুটা মতভেদ থাকলেও কম্পিউটারের যান্ত্রক পরিবর্তন, পরিবর্ধন ও উন্নয়নের ভিত্তিতে কম্পিউটারের প্রজন্মকে পাঁচ ভাগে ভাগ করা হয়- ১ম প্রজন্ম (১৯৪০-১৯৫৬), ২য় প্রজন্ম (১৯৫৬-১৯৬৩), ৩য় প্রজন্ম (১৯৬৪-১৯৭১), ৪র্থ প্রজন্ম (১৯৭১-বর্তমান) এবং ৫ম প্রজন্ম (অনাগত)।
0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions