Home » » ক্রাশ অর্থ কি

ক্রাশ অর্থ কি

ক্রাশ অর্থ কি

(Crash)

ক্র্যাশ শব্দের শাব্দিক অর্থ হলো: দড়াম, দেউলিয়া, মড়্মড়্ শব্দ, কড়্কড়্ শব্দ, হুড়মুড় শব্দ হত্তয়া, খণ্ড খণ্ড করা, সশব্দে ভেঙে পড়া, সংঘর্ষ ঘটা, চুরমার হয়ে যাওয়া, ছুঁড়ে মেরে টুকরো টুকরো করা, প্রচণ্ড শব্দে পতন ইত্যাদি।

প্রযুক্তিগত দিক থেকে ক্রাশ অর্থ কি নিম্নে দেয়া হলো:

ভুল প্রোগ্রাম অথবা সার্কিট গোলযোগে কম্পিউটারের কাজ বন্ধ হয়ে যাওয়াকে ক্র্যাশ বলা হয়।

এছাড়া হার্ডওয়্যার অথবা সফটওয়্যার ফেইলিউর (Failure) এর জন্য আপএক্সপেক্টেড প্রোগ্রাম হল্টকেও (Unexpected program halt) ক্র্যাশ বলা হয়।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*