Home » » ক্রিয়েটিভ কমন্স কি?

ক্রিয়েটিভ কমন্স কি?

 ক্রিয়েটিভ কমন্স (Creative Commons) :

ক্রিয়েটিভ কমন্স আসলে একটি অলাভজনক সংস্থা। বিভিন্ন ক্রিয়েটিভ কাজকে সকলের জন্য আইনগতভাবে উন্মুক্ত করে দিতে এরা কপিরাইট ও কপিলেফটের মাঝামাঝি একটি লাইসেন্সিং প্রক্রিয়া প্রদান করে। এই লাইসেন্সকে ক্রিয়েটিভ কমন্স বলে।


ক্রিয়েটিভ কমন্স এর অধীনে থাকা প্রোডাক্টগুলো যে কেউ ব্যবহার করতে পারলেও এক্ষেত্রে কিছু কিছু অধিকার সংরক্ষণ করা হয়ে থাকে। যেমন: প্রোডাক্টটি বা কাজটি যে কোন স্থানে ব্যবহার কিংবা বিতরণ করতে হলে এর মূল অথরের নাম উল্লেখ করতে হবে, এটি বাণিজ্যিকভাবে বিতরণ করা যাবে না প্রভৃতি। মোট কথা এটি প্রোপাইটার ও ব্যবহারকারী উভয়েরই কিছু কিছু করে স্বার্থ রক্ষা করে থাকে।


বিশ্ববিখ্যাত মুক্ত জ্ঞানভান্ডার উইকিপিডিয়া এ ধরনের লাইসেন্স ব্যবহার করে থাকে।

0মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল*

বার্তা*