ডকুমেন্ট কি
মানুষের ব্যবহারের জন্য উপাত্তকে যে মাধ্যমে রেকর্ড করে রাখ হয় সেটিই হলো ডকুমেন্ট। যেমন: রিপোর্ট, ইনভয়েস ইত্যাদি।
এছাড়া ওয়ার্ড প্রসেসিং এর ক্ষেত্রে উপকরণের শ্রেণীগত সমষ্টি হলো ডকুমেন্ট। যেমন: চিঠিপত্র, মেমো, রিপোর্ট ইত্যাদি।
মাইক্রোসফট ওয়ার্ড দ্বারা তৈরিকৃত ফাইল সমূহকেও ডকুমেন্ট বলা হয় এবং এর এক্সটেনশন হলো তিন অক্ষর বিশিষ্ট doc অথবা চার অক্ষর বিশিষ্ট Docx
এছাড়াও উইন্ডোজ অপারেটিং সিস্টেমে বিভিন্ন প্রোগ্রামের সেভকৃত ফাইলসমূহ অটোমেটিকভাবে যে ডিরেক্টরিতে বা যে ফোল্ডারে সেভ হয় সে ডিরেক্টরিকেও ডকুমেন্টস বলা হয়। আর এ ডিরেক্টরিটি থাকে মূলত সি (C) ড্রাইভের অধিনে দিস পিসি (This PC) এর মধ্যে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions