ডোমেইন কি
১. আইপি এড্রেস মনে রাখা বেশ কষ্টসাধ্য বিষয় হওয়ায় এ কষ্টকর পদ্ধতি সহজ করার জন্য ইন্টারনেট ডোমেইন নেম সিস্টেম (Domain Name System - DNS) নামে একটি পদ্ধতি ব্যবহৃত হয়। DNS হলো IP Address এর একটি আলফা নিউমেরিক ঠিকানা। অর্থাৎ DNS এর ক্ষেত্রে বর্ণ ও সংখ্যা থাকে। সারা বিশ্বের ডোমেইন নেইম বা IP Address যে প্রতিষ্ঠানটি নিয়ন্ত্রণ করে তার নাম InterNIC (Internet Network Information Center)। সকল ডোমেইন নেইমকে এ প্রতিষ্ঠান একটি ডেটাবেস ফাইলে সংরক্ষণ করে। ফলে ডোমেইন নেইম ডুপ্লিকেট হওয়ার সুযোগ থাকে না।
উদারহণ:
আইপি এড্রেস: 64.233.189.104, ডেমোইন নেম: Google
আইপি এড্রেস: 68.142.266.48, ডেমোইন নেম: Yahoo
২. স্থানীয় ইন্টারনেট সেব প্রদানে নির্দিষ্ট একটি এলাকার জন্য যে সার্ভার স্থাপিত হয় তাকে ডোমেইন বলে। উইন্ডোজ ভিত্তিক নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমের আওতায় একগুচ্ছ কম্পিউটার, যেগুলো একই নিরাপত্তা এবং লগঅন অথেনটিকেশন স্কিম ব্যবহার করে। উইন্ডোজ এনটিতে দু’ধরনের ডোমেইন কন্ট্রোলার থাকে। এর একটিকে বলা হয় প্রাইমারি ডোমেইন কন্ট্রোলার বা পিডিসি। অন্যটি ব্যাকআপ ডোমেইন কন্ট্রোলার বা বিডিসি।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions