ই-মেইল অ্যাড্রেস (E-mail Address)
ই-মেইল পাঠানোর জন্য প্রাপকের নাম বা পরিচিতিমূলক অন্য কোন শব্দ সংবলিত ঠিকানা হলো ই-মেইল অ্যাড্রেস।
ই-মেইল অ্যাড্রেসের প্রত্যেকটি অক্ষর ইংরেজি ছোট হাতের হয় এবং এতে প্রধানত তিনটি অংশ থাকে। প্রথম অংশ প্রাপকের নিজ নাম বা প্রতিষ্ঠান বা তার সংক্ষিপ্ত রূপ, দ্বিতীয় অংশ ইন্টারনেট সার্ভিস প্রদানকারী সার্ভার কম্পিউটারের নাম এবং সর্বশেষ অংশ সার্ভারের প্রকৃতি নিদের্শ করে।
প্রথম অংশ এবং দ্বিতীয় অংশের মধ্যে @ (অ্যাট দি রেট) এবং দ্বিতীয় ও তৃতীয় অংশের মধ্যে ডট (.) চিহ্ন ব্যবহৃত হয়। যেমন: alamincomputerk@gmail.com
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions