ইল্যান্স (Elance)
অনলাইনে অর্থ উপার্জনের একটি গ্লোবাল অনলাইন এমপ্লয়মেন্ট প্লাটফর্ম বা ফ্রিল্যান্স মার্কেটপ্লেস হলো ইল্যান্স।
ইল্যান্সে ক্লায়েন্টগণ স্বাধীন ফ্রিল্যান্স প্রফেশনালদেরকে কাজের জন্য ভাড়া করতে এবং দূরবর্তী টিম ও প্রজেক্টগুলোকে নিয়ন্ত্রণের জন্য অনলাইন কোলাবরেশন টুলসমূহকে ব্যবহার করতে পারেন। অন্যদিকে স্বাধীন কণট্রাক্টরগণ অনলাইন প্রোফাইল ও পোর্টফোলিও তৈরি, কাজের জন্য প্রস্তাবনা পেশ এবং এই ওয়েব সাইটের মাধ্যমে তাদের কাজের পারিশ্রমিক গ্রহণ করতে পারেন।
তবে ইল্যান্স ডট কম এবং ওডেক্স ডট কম এই দুটি মার্কেটপ্লেস এখন একত্রে বা একসঙ্গে সংযুক্ত হয়ে নতুন নামে আত্মপ্রকাশ করেছে যার নাম হলো আপওয়াক ডট কম (upwork.com)।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions