ইপাব (EPUB)
ইপাব এর পূর্ণাঙ্গ অর্থ হলো ইলেকট্রনিক পাবলিকেশন।
এটি ওপেন ই-বুকের জন্য একটি স্ট্যান্ডার্ড ফরমেট যা ইন্টারন্যাশনাল ডিজিটাল পাবলিশিং ফোরাম কর্তক নিয়ন্ত্রিত। এটি আসলে একটি সেল্ফ কন্টেন্টড ওয়েবসাইট যেখানে বিভিন্ন টেক্সট, অডিও, ভিডিও প্রভৃতি ফাইলগুলো একটি নির্দিষ্ট প্যাকেজে জিপ করে e.pub এক্সটেনশনে রিলিজ করা হয়।
বিভিন্ন ই-বুক রিডার বা কম্পিউটারে এই ইপাব ফাইল রিড করার জন্য নির্দিষ্ট সফটওয়্যার রয়েছে যেগুলোতে এই ফরমেটের ই-বুকগুলোকে ওপেন করে এর টেক্সটসহ অন্যান্য কন্টেন্টগুলো পড়া দেখার কাজটি করা যায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions