Home » » ইথারনেট নেটওয়ার্ক কি?

ইথারনেট নেটওয়ার্ক কি?

ইথারনেট নেটওয়ার্ক (Ethernet Network)

লোকাল এরিয়া নেটওয়ার্ক এর আওতায় ইথারনেট কার্ড ও ক্যাবলের সাহায্যে সম্পাদিত নেটওয়ার্কিং প্রক্রিয়া হলো ইথারনেট নেটওয়ার্ক। 

ইন্টেল, জেরক্স এবং ডিজিটাল ইক্যুইপমেন্ট কর্পোরেশনের যৌথ প্রচেষ্টায় এটি উদ্ভাবিত হয়েছে। এ নেটওয়ার্কে সাধারণত বাস লিনিয়ার টপোলজির মাধ্যমে একটিমাত্র বাস বা ট্র্যাঙ্ক ব্যবহার করে তৈরি করা হয়।

এ নেটওয়ার্কে ডেটা ট্রান্সমিশনের জন্য বেতার তরঙ্গের মত একটি বাহন তরঙ্গ ব্যবহার করা হয়ে থাকে। ইথারনেটের সাধারণ ট্রান্সমিশন গতি প্রতি সেকেন্ড ১০ মেগাবাইট।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Comment below if you have any questions

Contact form

নাম

ইমেল *

বার্তা *