মাইক্রোসফট এক্সেল শীটে পেজের লেখা মাঝে নিবেন যেভাবে:
১। এক্সেল শীটটি ওপেন থাকাবস্থায় Page Layout ক্লিক করুন
২। Margins ক্লিক করুন তারপর Custom Margins ক্লিক করুন।
৩। পেজ সেটআপ নামে একটি ডায়ালগ বক্স আসবে এখানে Center on Page অপশনের নিচের দিকে Horizontally অপশনে ক্লিক করে OK ক্লিক করুন। তারপর প্রিন্ট প্রিভিউতে দেখতে পারবেন যে পেজের লেখা মাঝে হয়ে গেছে এবং প্রিন্ট করতে লেখা পেজের মাঝে প্রিন্ট হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions