মাইক্রোসফট এক্সেলে পাই চার্ট তৈরি করবেন যেভাবে:
১। প্রয়োজনীয় লেখা সিলেক্ট করতে হবে।
২। Inset মেনু ক্লিক করুন।
৩। Pie ক্লিক করুন।
৪। পছন্দমতো চার্টে ক্লিক করুন।
৫। Layout ক্লিক করুন।
৬। Chart Title ক্লিক করুন।
৭। Above Chart ক্লিক করুন।
৮। প্রয়োজনীয় চার্ট টাইটেল লিখে Enter চাপুন।
৯। চার্টের রং এর উপর মাউসের ডান বাটন ক্লিক করে Add Data Label Click করুন।
অথবা
মাইক্রোসফট এক্সেল ২০১৩, ২০১৬, ২০১৯ ভার্সনে পাই চার্ট তৈরি করবেন যেভাবে:
১। প্রয়োজনীয় লেখা সিলেক্ট করতে হবে।
২। Inset মেনু ক্লিক করুন।
৩। Recommended Chart অথবা Insert Pie ক্লিক করুন।
৪। পছন্দমতো চার্টে ক্লিক করুন।
৫। এবার Chart Title এ চার্টের টাইটেল টাইপ করুন।
৬। চার্টের রং এর উপর মাউসের ডান বাটন ক্লিক করে Add Data Label Click করুন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions