ফেয়ার ইউজ (Fair Use)
কপিরাইটকৃত কোনো সৃজনশীল ম্যাটেরিয়াল বা অথারের অনুমতি ছাড়াই সীমাবদ্ধভাবে ব্যবহার ও বিতরণকে ফেয়ার ইউজ বলা হয়।
এটি আসলে একটি মতবাদ বিশেষ যার ফলে কোনো সৃজনশীল লেখা যেমন বই, খবর, থিসিস পেপার প্রভৃতির কোন অংশ শিক্ষা, গবেষণা প্রভৃতির জন্য রেফারেন্স হিসেবে ব্যবহার করা যেতে পারে। এক্ষেত্রে মূল অথারের কোনো অনুমতি নেবার প্রয়োজন হয় না। অনলাইন সার্চ ইঞ্জিনকগুলোকে ব্যবহার করাও ফেয়ার ইউজের অধীনে পড়ে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions