ফন্ট (Font)
কম্পিউটারে কোনকিছু টাইপ করার সময় আমরা যে অক্ষর বা বর্ণগুলি দেখি সাধারণত ফন্ট বলতে আমরা সেগুলোকেই বুঝি। তবে ফন্ট হলো একই দলভুক্ত বর্ণমালা, সংখ্যা বা প্রতীকসমূহ, যাদের নিজস্ব বৈশিষ্ট্যের নির্দিষ্ট আকার বিদ্যমান।
ফন্ট সাইজ (Font Size)
ফন্টের আকারকে বুঝানো হয় ফন্ট সাইজ হিসেবে। ১ ইঞ্চির ৭২ ভাগের এক ভাগকে ১ পয়েন্ট বলা হয়। ফন্টের সাইজ বড় বা ছোট করতে এ পয়েন্টের হিসাব ব্যবহার করা হয়। যেমন: ১২ পয়েন্টে লেখা মানে ১ ইঞ্চির ৭২ ভাগের ১২ ভাগ বা ১/৬ ভাগ হচ্ছে ফন্টের উচ্চতা।
নিকস ফন্ট ডাউনলোড
বিজয় - সুতন্বীএমজে ফন্ট ডাউনলোড
ইউনিকোড ফন্ট ডাউনলোড
একুশে ফন্ট ডাউনলোড
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions