ফোরাম (Forum)
ফোরাম বলতে সাধারণভাবে কোনো মিটিং বা আলোচনাকে বোঝায় যেখানে অংশগ্রহণকারীরা কোন বিষয় নিয়ে নিজেদের মধ্যে আলোচনা বা মতবিনিময় করতে পারেন। কিন্তু তথ্য প্রযুক্তির ভাষায় ফোরাম বলতে আসলে অনলাইন ফোরামকে বোঝানো হয় যেখানে অনলাইন কোন সাইটে ওপেন ম্যাসেজ পোস্টিং এর মাধ্যমে এ ধরনের আলোচনা বা মত বিনিময়গুলো করা হয়ে থাকে।
অনলাইন ফোরামের বৈশিষ্ট্য হলো এই ফোরামগুলো নির্দিষ্ট টপিক বা বিষয়ের উপর গঠিত হয়ে থাকে এবং এখানে অংশগ্রহণ অনেকটাই ফ্যি বিধায় পৃথিবীর যে কোন প্রান্ত থেকে যে কেউ এখানে অংশ নিতে পারে। এমনকি অনলাইন ফোরামগুলোতে কোনো বিষয় জানার জন্য প্রশ্ন পোষ্ট করলে, অনেকেই নিজ আগ্রহে বিনামূল্যে এই উত্তর দিয়ে যে কাউকে সহায়তা করে থাকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions