ফুল ইন্টারকানেক্টেড টপোলজি নেকওয়ার্ক (Full interconnected topology network)
সম্পূর্ণ পরস্পর সংযুক্ত নেটওয়ার্ক হলো ফুল ইন্টারকানেক্টেড টপোলজি নেকওয়ার্ক। এ নেটওয়াক ব্যবস্থায় প্রতিটি কম্পিউটার পরস্পরের সাথে প্রত্যক্ষভাবে সংযুক্ত থাকে। এ ব্যবস্থায় যে কোন দু’টি কম্পিউটারের মধ্যে দ্রুত সংযোগ স্থাপন করা যায়। লাইনগুলোর মোট দৈর্ঘ বেশি হওয়ায় এ নেটওয়ার্ক ব্যবস্থা স্থাপনের খরচ বেশি পড়ে।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions