গার্বেজ ইন, গার্বেজ আউট (Garbage in, Garbage Out)
গার্বেজ ইন, গার্বেজ আউট কে সংক্ষেপে জিআইজিও বা গিগো বলা হয়ে থাকে। এটি একটি ডেটাবেজ বা ডেটা এন্ট্রি টার্ম। মূলতঃ যখন কোন ডেটাবেজে ভুল বা অশুদ্ধ ডেটা ইনপুট করা হয়, তখন ডেটাবেজ গার্বেজ ইনপুট দেওয়া হয়। এর ফলে যখন ঐ ডেটাবেজ থেকে কোন কুয়েরি, সার্চ বা রিপোর্ট প্রণয়ন করা হবে তখন তাও ভুল বা অশুদ্ধ হবে। অর্থাৎ আউটপুটটিও হবে গার্বেজ।

0মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন
Comment below if you have any questions